উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০১)


আমরা সবাই কম বেশি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সথে পরিচিত। আমরা যারা  "কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" অথবা "সফটওয়ার ইঞ্জিনিয়ারিং" অথবা অন্যকোনো তথ্য প্রযুক্তি বিষয়ক সাবজেক্টে পড়াশুনাকরি, তাদের প্রায় সবার সিলেবাসেই "অপারেটিং সিস্টেম" নামক একটি কোর্স অন্তর্ভূক্ত থাকে। এই কোর্স করার জন্য আমাদের প্রয়োজন লিনাক্স কার্নেলের উপরে বেইজ করে বানানো কোনো অপারেটিং সিস্টেম। লিনাক্স কিন্তুু কার্নেলের নাম। এটি কোনো অপারেটিং সিস্টেম না।তাহলে অনেকে কেন বলে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করি ?

এর কারন হলো আসলে মানুষ বুঝাতে চায় যে সে লিনাক্সের উপরে ভিত্তি করে বানানো কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে। এখন ধরুন, আপনার এই ধরনের একটা অপারেটিং সিস্টেম দরকার, যাতে যাতে আপনি আপনার অপারেটিং সিস্টেম কোর্সের ল্যাব অথবা আপনার ব্যক্তিগত কোনো কাজ করতে পারেন এবং সাথে লিনাক্সের যাবতীয় কাজ করতে পারেন। এখন আপনি কি করবেন ? 

আপনার কোনো বন্ধু থাকলে তার কাছ থেকে বুদ্ধি নিতে পারেন যে কি করা যায়। প্রায় সবাই আপনাকে ৩ টা পদ্ধতির কথা বলবে,

১) ডুয়াল বুটের মাধ্যমে উইন্ডোজ ১০ এর পাশাপাশি লিনাক্স ইন্সটল করা।
২) উইন্ডোজ ১০ এর মধ্যে ভার্চুয়াল বক্স ব্যবহার করে তার ভিতরে লিনাক্স ইন্সটল করা।
৩) শুধু লিনাক্স ইন্সটল দেয়া, এখানে অন্যকোনো অপারেটিং সিস্টেম থাকবে না।

আমার মতে আপনারা অনেকে ৩ নম্বর অপশন টা সিলেক্ট করতে চাইবেন না। এটা করলে ভালো, কিন্তুু যারা এটা করতে চান না তাদের কিন্তুু মাত্র ২ টা অপশন আছে। এখন এই ২ টা অপশনের আবার ২ টা অসুবিধা আছে। আবার কি অসুবিধা ?

দেখুন, ১ম অপশনে ডুয়াল বুটের মাধ্যমে উইন্ডোজ ১০ এর পাশাপাশি লিনাক্স ইন্সটল করলে যে সমস্যা টা হবে তা হলো, আপনি যে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ই ব্যবহার করোন না কেন আপনি সম্পূর্ন রিসোর্স ব্যবহার করতে পারবেন না।

কারন খুব সহজ, আপনি কিন্তুু সম্পূর্ন অপারেটিং সিস্টেম ইন্সটল করেন নি, আপনি ডুয়াল বুটের মাধ্যমে একই মেশিনে ২ টা আলাদা অপারেটিং সিস্টেম ইন্সটল করেছেন। এইভাবে ব্যবহার করলে আপনি আপনার মেশিন খুব একটা ফাস্ট করতে পারবেন না।

অপশন ২য় তে যে সমস্যা তা হলো, উইন্ডোজ ১০ এর মধ্যে ভার্চুয়াল বক্স ব্যবহার করে তার ভিতরে লিনাক্স ইন্সটল করলে আপনার মেশিনের র‍্যাম থেকে কিছু অংশ অ্যালোকেট করে দিতে হয় অন্য কোনো অপারেটিং সিস্টেম ইন্সটল করার সময়। এটা করলে আপনার বর্তমান অপারেটিং সিস্টেম কিছুটা স্লো হয়ে যাবে।

তাহলে এখন উপায় কি ৩য় অপশন ও আমরা সিলেক্ট করতে চাই না, আবার ১ম ও ২য় অপশনে ও সমস্যা। উভয় সংকট। কি করা যায় ? 

আমরা এখন দেখাবো যে কিভাবে এই ৩ টা অপশনের একটা ও না ব্যবহার করে লিনাক্স ইন্সটল করা যায় এবং ব্যবহার করা যায়। এই পদ্ধতিতে নিচের লিনাক্স ডিস্ট্রো সমূহ ব্যবহার করা যাবে।

 এই পদ্ধতিতে ইন্সটলেশনের প্রক্রিয়া ২য় পর্বে দেখানো হয়েছে। ধন্যবাদ সবাইকে।

Comments

  1. ভাইয়া খুব হেল্পফুল ছিল। আরও লিখতে থাকেন। ধন্যবাদ ভাই! ☺

    ReplyDelete
    Replies
    1. ২য় ও ৩য় পর্ব পড়ার অনুরোধ রইলো।

      Delete

Post a Comment

Popular posts from this blog

ডিজাইন প্যাটার্ন

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০২)

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০৩) শেষ পর্ব

হ্যালো ওয়ার্ল্ড ! (আসকি আর্ট)

কনসোল টেবিল