Posts

Showing posts from March, 2020

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০৩) শেষ পর্ব

Image
আপনারা যদি ইতিমধ্যেই ১ম প্রর্ব এবং ২য় পর্ব পড়ে থাকেন এবং সেই সাথে কাজ গুলো ও করে থাকেন তাহলে তো ৮০% কাজ শেষ। এখন ও ১ম ও ২য় পর্ব না পড়লে পড়ে নিতে পারেন। এখন আমরা টেস্ট করবো যে আপনার টার্মিনাল টি ঠিকভাবে কাজ করছে কি না। চলুন টেস্ট করা যাক,  ১) টার্মিনালে যান এবং bash এই কমান্ড টি লিখে Enter প্রেস করুন। তারপরে আমি যে কমান্ড গুলা লিখবো সেগুলা কপি/পেস্ট করুন। ২) এখন এই কমান্ড টি কপি করুন sudo add-apt-repository ppa:dawidd0811/neofetch এরপরে Command Prompt এর উপরে মাউসের কার্সার রেখে মাউসের ডান পাশে ক্লিক করুন। এরপরে Enter প্রেস করুন, দেখবেন আপনার কাছে পাসওয়ার্ড চাইছে। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিন (এটা কিন্তুু শো হবে না)। এরপরে আপনার কাছে অনুমতি চাওয়া হবে, আপনি Enter প্রেস করে দিবেন। ৩) কমান্ডের কাজ সম্পন্ন হয়ে গেলে এরকম দেখাবে। ৪) এরপরে আপনি sudo apt update এই কমান্ড টি কপি করুন আবার আগের মত পেস্ট করুন। এখন Enter প্রেস করুন।  ৫)  এরপরে আপনি  sudo apt upgrade এই কমান্ড টি কপি করে পেস্ট করুন। এখন Enter প্রেস করুন। এরপরে

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০২)

Image
আপনারা যারা ১ম পর্ব পড়ে এখন ২য় পর্ব পড়তে এখনে এসেছেন তাদের কে ধন্যবাদ। যারা ১ম পর্ব পড়েন নি তারা পড়ে নিতে পারেন  এখান থেকে। আমরা এখন যে পদ্ধতি ব্যবহার করে লিনাক্স ইন্সটল করবো তাকে Windows Subsystem for Linux (WSL) বলে। এই পদ্ধতিতে লিনাক্স ব্যবহার করতে চাইলে আপনার যা যা লাগবে তা হলো শুধু ইন্টারনেট সংযোগ সাথে Windows 10 এর 1607 এর উপরের ভার্সন এবং আপনার Windows 10 (64 Bit) অপারেটিং সিস্টেম টি অবশ্যই ৬৪ বিটের হতে হবে। ভার্সন চেক করার জন্য Windows Key + R একসাথে চেপে টাইপ করুন "winver" এবংএন্টার প্রেস করুন, সাথে This PC এর উপরে কার্সার রেখে মাউসের ডান পাশে ক্লিক করে Properties এ ক্লিক করে আপনার অপারেটিং সিস্টেম টি কত বিটের তা চেক করে নিন। সাথে দরকার ইন্টারনেট, এর মানে এই না যে আমরা অনলাইনে লিনাক্সের কমান্ড গুলো চালাবো। এটা এবরা ইন্সটল হয়ে গেলে আর ইন্টারনেট লাগবে না। তবে বিভিন্ন রকমের প্যকেজ ইন্সটলের সময় কিন্তু ইন্টারনেট সংযোগ প্রয়োজন। ১) প্রথমে Start মেনুতে গিয়ে টাইপ করুন Settings এবং Enter প্রেস করো। ২) Settings থেকে Update & Security অপশনে ক্লি

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০১)

Image
আমরা সবাই কম বেশি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সথে পরিচিত। আমরা যারা  "কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং" অথবা "সফটওয়ার ইঞ্জিনিয়ারিং" অথবা অন্যকোনো  তথ্য প্রযুক্তি বিষয়ক সাবজেক্টে পড়াশুনাকরি, তাদের প্রায় সবার সিলেবাসেই "অপারেটিং সিস্টেম" নামক একটি কোর্স অন্তর্ভূক্ত থাকে।  এই কোর্স করার জন্য আমাদের প্রয়োজন লিনাক্স কার্নেলের উপরে বেইজ করে বানানো কোনো অপারেটিং সিস্টেম। লিনাক্স কিন্তুু কার্নেলের নাম। এটি কোনো অপারেটিং সিস্টেম না। তাহলে অনেকে কেন বলে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করি ? এর কারন হলো আসলে মানুষ বুঝাতে চায় যে সে লিনাক্সের উপরে ভিত্তি করে বানানো কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করে।  এখন ধরুন, আপনার এই ধরনের একটা অপারেটিং সিস্টেম দরকার, যাতে যাতে আপনি আপনার অপারেটিং সিস্টেম কোর্সের ল্যাব অথবা আপনার ব্যক্তিগত কোনো কাজ করতে পারেন এবং সাথে লিনাক্সের যাবতীয় কাজ করতে পারেন।  এখন আপনি কি করবেন ?  আপনার কোনো বন্ধু থাকলে তার কাছ থেকে বুদ্ধি নিতে পারেন যে কি করা যায়।  প্রায় সবাই আপনাকে ৩ টা পদ্ধতির কথা বলবে, ১) ডুয়াল বুটের মাধ্যমে উইন্ডোজ ১০