উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০২)
আমরা এখন যে পদ্ধতি ব্যবহার করে লিনাক্স ইন্সটল করবো তাকে Windows Subsystem for Linux (WSL) বলে। এই পদ্ধতিতে লিনাক্স ব্যবহার করতে চাইলে আপনার যা যা লাগবে তা হলো শুধু ইন্টারনেট সংযোগ সাথে Windows 10 এর 1607 এর উপরের ভার্সন এবং আপনার Windows 10 (64 Bit) অপারেটিং সিস্টেম টি অবশ্যই ৬৪ বিটের হতে হবে। ভার্সন চেক করার জন্য Windows Key + R একসাথে চেপে টাইপ করুন "winver" এবংএন্টার প্রেস করুন, সাথে This PC এর উপরে কার্সার রেখে মাউসের ডান পাশে ক্লিক করে Properties এ ক্লিক করে আপনার অপারেটিং সিস্টেম টি কত বিটের তা চেক করে নিন। সাথে দরকার ইন্টারনেট, এর মানে এই না যে আমরা অনলাইনে লিনাক্সের কমান্ড গুলো চালাবো। এটা এবরা ইন্সটল হয়ে গেলে আর ইন্টারনেট লাগবে না। তবে বিভিন্ন রকমের প্যকেজ ইন্সটলের সময় কিন্তু ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
১) প্রথমে Start মেনুতে গিয়ে টাইপ করুন Settings এবং Enter প্রেস করো।
২) Settings থেকে Update & Security অপশনে ক্লিক করুন।
৩) এখান থেকে For developers অপশন সিলেক্ট করুন। এরপরে Use developer features অপশন থেকে Developer mode অপশন সিলেক্ট করুন। এখন আপনার কাছে অনুমতি চাওয়া হবে, আপনি Yes প্রেস করে দিবেন।
৪) এখন আপনি সার্ট মেনুতে গিয়ে টাইপ করুন "control Panel"
৫) এবার Enter প্রেস করুন।
৬) এবার Programs এই অপশনের উপরে ক্লিক করুন।
৭) এবার Programs and Features অপশনে ক্লিক করুন।
৮) Turn windows features on or off এখানে ক্লিক করুন। এটাকে স্ক্রল করে নিচের দিকে নামতে থাকুন। একেবারে নিচে নামুন।
৯) Windows Subsystem for Linux এই অপশন টি সিলেক্ট করা না থাকলে এটি সিলেক্ট করে দিন। এরপরে OK দিয়ে দিন।
১০) এখন Restart Now তে ক্লিক করুন।
১১) Start মেনুতে গিয়ে টাইপ করুন "Microsoft Store" এবং Enter প্রেস করুন।
১২) Search এ গিয়ে টাইপ করুন "Ubuntu 18.04" এবং Enter প্রেস করুন। এখন "Ubuntu 18.04 LTS" অপশন টি সিলেক্ট করুন।
১৩) এখন Get অপশনে ক্লিক করুন। ডাউনলোডের জন্য কিছুক্ষন অপেক্ষা করুন।
১৫) এবার মাউসের কার্সার Command Prompt লেখার উপরে রেখে মাউসের Right বাটনে ক্লিক করে Defaults অপশন সিলেক্ট করুন। Buffer Size = 50 এবং Number of Buffers = 4 করে দিন।
১৬) Font অপশন সিলেক্ট করে Size = 30 এবং Font = "Consolas" করে দিন।
১৭) Layout অপশন সিলেক্ট করে Window Size এ Width = 65 এবং Height = 17 করে দিন।
১৮) এখন আপনার Command Prompt দেখতে এরকম দেখাবে।
১৯) এতক্ষনে অপনাদের Ubuntu 18.04 LTS ভার্সন টি ডাউনলোড হয়ে যাবার কথা। এখোনো ডাউনলোড না হলে অপেক্ষা করুন। আর হয়ে গেলে Start মেনুতে গিয়ে, টাইপ করুন "Ubuntu" এবং Enter প্রেস করুন।
২০) এখন কোনো কারনে আপনার Error আসতে পারে। যদি Error আসে তাহলে এই ধাপ টি সম্পূর্ন করুন, আর না আসলে ধাপ ২২ অনুসরন করুন। আপনার যেটা করতে হবে তা হলো, Start মেনুতে গিয়ে টাইপ করুন "powershell" এবং "Run as Administrator" অপশনে ক্লিক করুন। আপনার কাছে অনুমতি চাইলে "Yes" দিয়ে দিন।
২১) এরপরে এই কমান্ড টি
Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linux
কপি করে Powershell এ পেস্ট করুন। Enter প্রেস করুন এবং মেশিন Restart করুন।
Enable-WindowsOptionalFeature -Online -FeatureName Microsoft-Windows-Subsystem-Linux
২২) Start মেনুতে গিয়ে, টাইপ করুন "Ubuntu" এবং Enter প্রেস করুন। এখন, কিছু সময় অপেক্ষা করার পরে আপনার কাছে ইউজার নেম চাওয়া হবে, আপনি আপনার ইউজার নেম দিবেন (এখানে কিন্তু কোনো স্পেস হবে না এবং সব ছোট হাতের হবে)। এরপরে পাসওয়ার্ড দিবেন (এখানে পাসওয়ার শো করবে না)। এরপরে আবার আপনার পাসওয়ার্ড কনফার্ম করতে হবে। ব্যাস, হয়ে গেলো Ubuntu ইন্সটল। এখন আপনি চাইলে লিনাক্সের অন্যান্য় ডিস্ট্রো গুলোও Microsoft Windows Store থেকে এভাবে করে ইন্সটল করতে পারেন।
২৩) এখন
sudo su -
এই কমান্ড টি কপি করুন এবং টার্মিনালে পেস্ট করুন এবং আপনার পাসওয়ার্ড টি এখানে দিন (পাসওয়ার্ড কিন্তু দেখাবে না)।
sudo su -
২৪) এখন Command Prompt এ গিয়ে
bash
এই কমান্ড টি লিখে Enter দিলেই আপনার কম্পিউটারে Ubuntu সক্রিয় হবে।
bash
২৫) এখন আপনি এটি বন্ধ করতে চাইলে
exit
এই কমান্ড টি লিখে Enter প্রেস করলেই logout হয়ে যাবে।
exit
আরোও কিছু কাজ বাকি আছে, সেগুলো সম্পন্ন করতে পারলে আপনি সম্পূর্ন নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ। এখন পর্জন্ত ৮০% কাজ শেষ। বাকি ২০% কাজ করলে ১০০% কাজ সম্পূর্ন হবে ইনশাআল্লাহ। এই ২০% কাজ করতে চাইলে শেষ পর্ব পড়ুন।
Comments
Post a Comment