উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০৩) শেষ পর্ব

আপনারা যদি ইতিমধ্যেই ১ম প্রর্ব এবং ২য় পর্ব পড়ে থাকেন এবং সেই সাথে কাজ গুলো ও করে থাকেন তাহলে তো ৮০% কাজ শেষ। এখন ও ১ম ও ২য় পর্ব না পড়লে পড়ে নিতে পারেন। এখন আমরা টেস্ট করবো যে আপনার টার্মিনাল টি ঠিকভাবে কাজ করছে কি না।

চলুন টেস্ট করা যাক, 

১) টার্মিনালে যান এবং
 bash  
এই কমান্ড টি লিখে Enter প্রেস করুন। তারপরে আমি যে কমান্ড গুলা লিখবো সেগুলা কপি/পেস্ট করুন।



২) এখন এই কমান্ড টি কপি করুন
 sudo add-apt-repository ppa:dawidd0811/neofetch  
এরপরে Command Prompt এর উপরে মাউসের কার্সার রেখে মাউসের ডান পাশে ক্লিক করুন। এরপরে Enter প্রেস করুন, দেখবেন আপনার কাছে পাসওয়ার্ড চাইছে। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিন (এটা কিন্তুু শো হবে না)। এরপরে আপনার কাছে অনুমতি চাওয়া হবে, আপনি Enter প্রেস করে দিবেন।



৩) কমান্ডের কাজ সম্পন্ন হয়ে গেলে এরকম দেখাবে।


৪) এরপরে আপনি
 sudo apt update  
এই কমান্ড টি কপি করুন আবার আগের মত পেস্ট করুন। এখন Enter প্রেস করুন। 



৫) এরপরে আপনি 
 sudo apt upgrade  
এই কমান্ড টি কপি করে পেস্ট করুন। এখন Enter প্রেস করুন। এরপরে আবার আপনার কাছে অনুমতি চাওয়া হবে, আপনি "Y" প্রেস করে Enter প্রেস করে দিবেন। তারপর কিছু প্যাকেজ Upgrade হবে উপরে ছবির মত করে।



৬) এরপরে আপনি
 sudo apt install neofetch  
এই কমান্ড টি কপি করুন আগের মত করে পেস্ট করুন এবং Enter প্রেস করুন। পাসওয়ার্ড চাইলে দিন, আর না চাইলে দরকার নাই। এখন Command Prompt দেখতে এরকম দেখাবে।



৭) এখন প্রথমে
 clear  
এই কমান্ড টি কপি করুন এবং পেস্ট করুন, এরপরে Enter প্রেস করুন। তারপরে এই কমান্ড টি লিখে
 neofetch  
আবার Enter প্রেস করুন। আপনার মেশিনে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম ইন্সটলেশনের প্রক্রিয়া শেষ। এখন আপনার অপারেটিং সিস্টেমের যাবতীয় তথ্য এখানে দেখাবে। এখন আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ইনশাআল্লাহ।


আসলে আমরা কিন্তুু গত পর্ব মানে ২য় পর্বেই সবকাজ করে ফেলেছি। তাহলে এখন কি করলাম। এখন আপনার লিনাক্স টার্মিনাল কে টেস্ট করলাম যে সব ঠিক আছে কিনা। যদি আপনি ১ম পর্ব, ২য় পর্ব এবং ৩য় পর্ব পড়ে থাকেন এবং সাথে সবগুলো কাজ করে থাকেন তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না আশাকরি। আপনি এখন লিনাক্সের কাজ কর্ম এখান থেকে করে নিতে পারেন। আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।

Comments

Post a Comment

Popular posts from this blog

ডিজাইন প্যাটার্ন

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০২)

উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০১)

হ্যালো ওয়ার্ল্ড ! (আসকি আর্ট)

কনসোল টেবিল