Posts

Showing posts from April, 2020

হ্যালো ওয়ার্ল্ড ! (আসকি আর্ট)

Image
পৃথিবীর প্রায় সব প্রোগ্রামারদের জীবনের প্রথম প্রোগ্রাম লেখা শুরু হয় " Hello World " এই লেখাটা স্ক্রীনে প্রিন্ট করে। আমি যখন প্রথম প্রোগ্রামিং শেখা শুরু করি তখন এই লেখাটা স্ক্রীনে প্রিন্ট করি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আসকি আর্ট দিয়ে এই কাজটি করা যায়। " Ascii Art " বলে এক ধরনের গ্রাফিক্স ডিজাইন আছে, আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে বিভিন্ন লেখা খুব সুন্দর ভাবে ডিজাইনের মাধ্যমে স্ক্রীনে প্রিন্ট করতে পারি। আসলে প্রোগ্রামিং শেখার শুরুর সময় টা আনন্দময় করার জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেস্টা।  আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে C# ব্যবহার করছি। এটি করতে হলে আপনাদের যা যা প্রয়োজন তাহলো : - ১) একটি কোড এডিটর/আইডিই ( Visual Studio / Visual Studio Code ) দরকার। ২)  Visual Studio Code দিয়ে করতে চাইলে .NET ইন্সটল থাকতে হবে। ৩) ইন্টারনেট সংযোগ দরকার। ৪) বেসিক C# সিনট্যাক্স জানা দরকার। চলুন তাহলে শুরু করা যাক। ১) প্রথমে Visual Studio সফটওয়ারটি চালু করুন এবং এখান থেকে "Console App ( .NET Core )" প্রোজেক্টটি সিলেক্ট করুন। ২) প্রোজেক্ট নাম