উইন্ডোজ ১০ এ ভার্চুয়াল বক্স এবং ডুয়াল বুট ছাড়াই লিনাক্স ইন্সটল (০৩) শেষ পর্ব
আপনারা যদি ইতিমধ্যেই ১ম প্রর্ব এবং ২য় পর্ব পড়ে থাকেন এবং সেই সাথে কাজ গুলো ও করে থাকেন তাহলে তো ৮০% কাজ শেষ। এখন ও ১ম ও ২য় পর্ব না পড়লে পড়ে নিতে পারেন। এখন আমরা টেস্ট করবো যে আপনার টার্মিনাল টি ঠিকভাবে কাজ করছে কি না। চলুন টেস্ট করা যাক, ১) টার্মিনালে যান এবং bash এই কমান্ড টি লিখে Enter প্রেস করুন। তারপরে আমি যে কমান্ড গুলা লিখবো সেগুলা কপি/পেস্ট করুন। ২) এখন এই কমান্ড টি কপি করুন sudo add-apt-repository ppa:dawidd0811/neofetch এরপরে Command Prompt এর উপরে মাউসের কার্সার রেখে মাউসের ডান পাশে ক্লিক করুন। এরপরে Enter প্রেস করুন, দেখবেন আপনার কাছে পাসওয়ার্ড চাইছে। এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিন (এটা কিন্তুু শো হবে না)। এরপরে আপনার কাছে অনুমতি চাওয়া হবে, আপনি Enter প্রেস করে দিবেন। ৩) কমান্ডের কাজ সম্পন্ন হয়ে গেলে এরকম দেখাবে। ৪) এরপরে আপনি sudo apt update এই কমান্ড টি কপি করুন আবার আগের মত পেস্ট করুন। এখন Enter প্রেস করুন। ৫) এরপরে আপনি sudo apt upgrade এই কমান্ড টি কপি করে পেস্ট করুন। এখন Enter...