ডিজাইন প্যাটার্ন
আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারাক। বাংলা ভাষায় ডিজাইন প্যাটার্নের নিয়ে লেখা ব্লগ খুবই কম। আমি একজন সাধারন মানুষ, এই বিষয়ে পড়াশুনা করতে গিয়ে একটা চমৎকার বাংলা ব্লগের সন্ধান পাই। কিন্তু সমস্যা হলো ওই ব্লগে সবকিছু তেমন সাজানো গোছানো মনেহয়নি আমার কাছে। তাই আমি আমার ব্লগে এগুলোকে সুন্দর করে সাজিয়ে একটা লিস্ট বানিয়েছি যাতে করে যখন যার যে প্যাটার্ন টা দরকার সে যেন এখান থেকে খুব সহজেই তা পেতে পারে। প্রথমেই আমাদের জানতে হবে যে ডিজাইন প্যাটার্ন কি ? এবং এটা কেন দরকার ? এই বিষয়ে জানার জন্য আপনি আগে এই ব্লগটা পরে আসতে পারেন। আরও জানতে পড়তে পারেন এই ২ টি ব্লগ, ১ম টা হলো এই লেখাটা এবং ২য় টি হলো এই লেখাটা। ক্রিয়েশনাল ডিজাইন প্যাটার্ন সিঙ্গেলটন ডিজাইন প্যাটার্ন প্রোটোটাইপ ডিজাইন প্যাটার্ন ফ্যাক্টরি মেথড ডিজাইন প্যাটার্ন অ্যাবস্ট্রাক ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্ন বিল্ডার ডিজাইন প্যাটার্ন স্ট্রাকচারাল ডিজাইন প্যাটার্ন প্রক্সি ডিজাইন প্যাটার্ন ডেকোরেটর ডিজাইন প্যাটার্ন ফ্যাস...